Wellcome to National Portal
Main Comtent Skiped

At a glance

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধিনস্থ গণপূর্ত অধিদপ্তর বাংলাদেশে নির্মাণ অঙ্গনের পথিকৃত । প্রায় দুইশত বছর ধরে পিডাবিস্নউডি দেশের অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় মান নির্ধারন করে আসছে ।  এটি সরকারী নির্মাণ প্রকল্প বাসত্মবায়নে কেন্দ্রিয় ভূমিকা পালন করে । এর কর্ম পরিধি বাংলাদেশের প্রতিটি জেলা পর্যায়ের বিভাগীয় অফিসের মাধ্যমে স্ব-স্ব জেলার উন্নয়ন কর্মকান্ড গুলো বাসত্মবায়ন করে আসছে, এর ধারাবাহিকতায় নতুন জেলা হিসাবে ঘোষিত হওয়ায় গণপূর্ত বিভাগ জয়পুরহাট ২২-০৯-১৯৮৪ খ্রিষ্টাব্দে দাপ্তরিক কাজ শুরম্ন করে, শুরম্ন থেকে অত্র জেলার ১০৭ একর কোর কমপেস্নক্সের ভিতর জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, জেলা জজের কার্যালয়, জেলা সিভিল সার্জনের কার্যালয়, পুলিশ লাইন, জেলা কারাগার, কোর অফিসারদের বাসভবন নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ সুষ্ঠ ভাবে পালন করে আসছে । ইহা ছাড়া উপজেলা পর্যায়ে কোর্ট বিল্ডিং, থানা ভবন ইত্যাদি নির্মাণ কাজ বাসত্মবায়ন করছে ।